রফিক আহমদ খান, কুয়ালামপুর, মালয়েশিয়া : বিয়ে করা হলো না মালয়েশিয়া প্রবাসী শরীয়তপুর সদরের মোঃ হোসেনের। সাড়ে চার বছরের প্রবাসজীবন কাটিয়ে দেশে এসে বিয়ে করার কথা ছিলো হোসেনের। তার বদলে ৮ ফেব্রুয়ারি শুক্রবার দেশে আসছে হোসেনের লাশ। গত ৫ ফেব্রুয়ারির প্রথম প্রহরে (৪ তারিখ দিবাগত রাত) মালয়েশিয়ায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে বমি করে হোসেন। পরে বন্ধুরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন মারা গেছেন হোসেন। ৫-৬ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় চাইনিজ নিউ ইয়ারের ছুটি হওয়ায় ৭ তারিখে আইনগত সকল প্রক্রিয়া শেষ করে হোসেনের মরদেহ শুক্রবার দেশে আসছে।
শরীয়তপুরের সন্তান মালয়েশিয়া যুবলীগ নেতা জহিরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ১৯৬ করে হোসেনের মরদেহ দেশে গেছে।
মোঃ হোসেন শরীয়তপুর জেলার সদর থানার দুলারচর গ্রামের আবদুল হাকিম মাসুদের পু্ত্র। মালয়েশিয়া প্রবাসী হোসেনের দূর সম্পর্কের আত্মীয় রহমত উল্লাহ জানান, মৃত মোঃ হোসেন ছিলো ছয় বোনের একমাত্র ভাই। সে সাড়ে চার বছর আগে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া আসেন। পরে মালয়েশিয়ায় রি-হায়ারিং এর সময় এক বছর আগে বৈধ ভিসা পায়। ভিসা নবায়ন করে এ বছরই বিয়ে করার জন্য দেশে যাওয়ার কথা ছিলো। মালয়েশিয়ার টাকা দিয়ে দেশে একটা পাকাঘরও করেছিলো সে। এখন সেই করে যাচ্ছে তার মরদেহ।