মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি তুলুজ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে তুলুজ প্রবাসী বাঙালিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩-ই মে সংগঠনের সাধারণ সম্পাদক- জাহাদ হোসেন নান্নু মালিকানাধীন রেস্টুরেন্ট “নিউ দিল্লি”তে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুলতান আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক জাহাদ হোসেন নান্নু, ইপিবি এর সেক্রেটারি জেনারেল- ওসমান হোসেন মনির (ইঞ্জিনিয়ার), সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ আব্দুল হক, এনাম উদ্দিন, এমরান হোসেন, সহ সভাপতি রিপন আহমদ, নাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক- রাসেল হক, সহ-সাধারণ সম্পাদক- জাহাঙ্গীর হোসেন, সুবেল আহমদ, শাওন আহমদ, আবুল করিম, জাকারিয়া আহমদ, শরীফ আহমদ, রোহান উদ্দিন,ফরহাদ আহমদ দিলওয়ার হোসেন, মুন্না রহমান, আনোয়ার হোসেন সহ বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংগঠনিক নেতৃবৃন্দ।

মাহফিলের শুরুতে পবিত্র মাহে রমজানের গুরুত্ব, ইসলামের শরীয়ত ও ইসলামের তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন তুলুজ মুসলিম কালচার সেন্টার এর সম্মানিত ইমাম জনাব মাওলানা আব্দুর রহমান খান। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি সুলতান আহমেদ মিঠু উল্লেখ করেন রমজানের শান্তিময় কার্যবলি আমাদের সংযমী হতে শেখায় সুতরাং এটা আমাদের কাছে অনেক মূল্যবান। সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নান্নু ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সবাইকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমস্ত বিভেদ ভুলে গিয়ে কমিউনিটি কল্যাণের জন্য কাজ করতে বিনীত আহবান জানান। আলোচনা শেষে স্থানীয় প্রবাসী বাঙালিদের কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।