প্রবাস মেলা ডেস্ক: ফেসবুক হ্যাকড হওয়ার সংবাদ দিয়ে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আইরিন ভক্ত-শুভাকাংখী ও দর্শকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন। তার ফেসবুক আইডি ব্যবহার করে একটি চক্র চাঁদা দাবিসহ নানা অপরাধ করছে বলে তিনি অভিযোগ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে আইরিন জানান, শুক্রবার আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এক ফেসবুক বন্ধু বিষয়টি আমাকে জানিয়েছে। পরে ওইদিনই সন্ধ্যায় আমি কলাবাগান থানায় একটি জিডি করেছি। তাদের সহযোগিতায় ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে। কিন্তু মেসেঞ্জার এখনও চালু আছে।’
হ্যাক করা ফেসবুক আইডি দিয়ে প্রতারক চক্র অনেককে ফাঁদে ফেলার চেষ্টা করছে জানিয়ে আইরিন বলেন, ‘আমার ফেসবুক হ্যাক করে, ফেসবুক বন্ধুদের কাছে টাকা-পয়সা চাওয়া ও নানা ধরনের মন্তব্য করে যাচ্ছে চক্রটি। আমার ফেসবুক বন্ধুদের কাছে টাকাও দাবি করছে। বিকাশ করার জন্য একটি মোবাইল নম্বর দিয়েছে তারা। বিষয়টি জানার পরপরই আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।
উল্লেখ্য, দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির মধ্য দিয়ে রূপালি পর্দায় পা রাখেন আইরিন। এরপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবীনি’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। বর্তমানে ‘পদ্মার প্রেম’ ও ‘সেইভ লাইভ’ নামে ছবিতে অভিনয় করছেন আইরিন।