কামাল পারভেজ অভি, বিশেষ প্রতিনিধি: উত্তর চট্টগ্রামের বৃহত্তর ফটিকছড়ি সদরের প্রাণকেন্দ্র বিবিরহাট বাজারের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২০ গতকাল ৭ অক্টোবর ২০২০, শনিবার উৎসবমূখর পরিবেশে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। তবে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষ হলেও ফলাফল ঘোষণায় সময় লেগেছে দীর্ঘ ৯ ঘন্টা। পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন রাত ২টায়। ফলাফল প্রকাশ করতে দীর্ঘ সময় লাগায় ক্ষোভ প্রকাশ করেছেন ঘোষণা কেন্দ্রে আসা প্রার্থীদের সমর্থকরা।
এদিকে, নির্বাচনে মোট ২ হাজার ৪ শত ২২ জন ভোটারের মধ্যে ২ হাজার ২ শত ৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এতে হাজি এস এম সোলায়মান (চেয়ার প্রতীক) ১ হাজার ৯০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আলহাজ্ব ফখরুল আলম (ছাতা প্রতীক) পেয়েছেন ৬ শত ৫৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে সদর পৌরসভার কাউন্সিলর মো: বেলাল উদ্দিন (বাই সাইকেল) প্রতীক ১হাজার ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী (কাপ পিরিচ) প্রতীকের জাহেদুল আলম টিটু পেয়েছেন ৭শত ১২ ভোট।
অন্যান্য পদে বিজয়ীরা হয়েছেন যারা তারা হলেন- যুগ্ন সম্পাদক: সাইফুল ইসলাম (১৩৫৩), সহ সাধারন সম্পাদক: ফখরুল ইসলাম (৮৮৪), কোষাধক্ষ্য: খোরশেদুল আলম (১১৮৯), সাংগঠনিক: এনামুল ইসলাম সিকদার (৮২০), প্রচার সম্পাদক: গোলাম মরতুজা (৯৮৪), সমাজকল্যান সম্পাদক: ইয়াকুব মানিক (১৩১০), নির্বাহী সদস্য: আবু বকর সিদ্দিক (১৪২২) সর্বোচ্চ, মো: ইমন উদ্দিন (১১৫৯) ও আশরাফুজ্জামান (১১৩৮)।