হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৯ সেপ্টেম্বর রবিবার নিউইর্য়কে কুইন্সের জ্যামাইকায় ড. আর ড্রু মাঠে বেশ জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বিপিএল অফ ইউএসএ ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উৎসব গ্রুপ সিইও রায়হান জামান, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, এনওয়াই ইন্সুরেন্সের সিইও শাাহ নেওয়াজ, নিউইর্য়ক ষ্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৭ এর প্রার্থী মেরী জোবাইদা, নিউইর্য়ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ২৪ থেকে কাউন্সিলম্যান প্রার্থী ফখরুল ইসলাম দেলোয়ার, চীফ মার্কেটিং অফিসার অব উৎসব গ্রুপ সৈয়দ আল-আমিন রাসেল, টাইম টেলিভিশনের অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, অলিভ আহমেদ, প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইউসুফ বাবু, হাফিজুর রহমান সানি ও সাজিদ হাসান।
মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিততে বিপিএল এর সহ-সভাপতি মাসুম রহমানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিপিএল এর সভাপতি সুমন খান সবাইকে কষ্ট করে আসার জন্য আগত অতিথি এবং উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান। ভালো একটা টুর্নামেন্ট উপহার দেওয়া এবং আগামী বছর উৎসব গ্রুপ এবং অনলাইন টাইম টেলিভিশনকে নিয়ে আরো বড় আকারে খেলার আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। উৎসব গ্রুপ সিইও রায়হান জামান বিপিএল কমিটি, অনলাইন টাইম টিভি এবং আগত অতিথিকে ধন্যবাদ দিয়ে বিপিএল কে অন্য উচ্চতায় নিয়ে যাবার কথা বলেন, সেই সাথে বিপিএল নাইটে বড় ধরনের চমক আছে বলে জানান।
নিউইর্য়ক স্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৭ এর অ্যাসেম্বলীওম্যান প্রার্থী মেরী জোবাইদা বাংলাদেশ থেকে এসে এখানে যে ক্রিকেট খেলা হচ্ছে, এজন্য সকল খেলোয়াড়কে ধন্যবাদ জানান। নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে ক্রিকেটকে দেওয়ার আহবান জানান। নিউইর্য়ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ২৪ থেকে কাউন্সিলম্যান প্রার্থী ফখরুল ইসলাম দেলোয়ার শত ব্যস্ততার মাঝেও সবাই যে ক্রিকেট খেলছে, এজন্য প্রশংসা করেন। আগামীতে এই ধরনের আয়োজনে সিটি ও স্টেট লেভেলে যে ধরনের সহযোগীতা প্রয়োজন, তা সকলকে নিয়ে করে দেওয়ার কথা ব্যক্ত করেন।
চীফ মার্কেটিং অফিসার অব উৎসব গ্রুপ সৈয়দ আল-আমিন রাসেল বিপিএল কমিটিকে অনুুরোধ জানান নিজেদের খেলার পাশাপাশি নতুন প্রজন্মকে যেন সম্পৃক্ত করা হয়, তাদের ভিতর যেন আগ্রহ তৈরী করা হয়, যাতে করে তারাও যেন মাঠে এসে খেলা দেখে।
এরপর উৎসব গ্রুপ একাদশ ও রেন্ডি বি সিগ্যাল একাদশের মধ্যে সেলিব্যাটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে ছিল প্রাক্তন খেলোয়ার এর মিলন মেলা। টসে জিতে উৎসব গ্রুপ একাদশের অধিনায়ক সাজিদ হাসান ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। ১৫ ওভারের নির্ধারিত খেলায় ৮ উইকেট হারিয়ে ১১৬ রান করতে সক্ষম হন। জাহিদ বিশ্বাস তাদের পক্ষে সর্বোচ্চ ২৪ বলে ৩১ রান করেন। রেন্ডি বি সিগ্যাল এর পক্ষে পলাশ নেন ৩ উইকেট। জবাবে রেন্ডি বি সিগ্যাল খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারতে থাকে। দলীয় ইনিংস থামে ৮০ রানে ৮ উইকেট হারিয়ে। জামান করেন সর্বোচ্চ ২১ রান করেন। তাদের বিপক্ষে উৎসব গ্রুপ এর জাহিদ তুলে নেন ৩ উইকেট। অলরাউন্ডার পারফর্মিং এর জন্য উৎসব গ্রুপ এর জাহিদ বিশ্বাসকে বিপিএল এর সভাপতি সুমন খান ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন।
আসন্ন বিপিএল এর দলগুলো হচ্ছে- ঢাকা গ্লাডিয়েটরস্, মুন্সিগঞ্জ উইজার্ড, বিক্রমপুর কিংস এলেভেন, বরিশাল রয়েলস্ দিনাজপুর ডায়নামাইটস্, ঢাকা ভাইপারস্, খুলনা এ্যাভেন্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস্, নোয়াখালী লিজেন্ড, নোয়াখালী নেমেসিস, সিলেট সুপার কিংস্ এবং চিটাগং পোর্ট সিটি ওয়ারিয়স্।
আগামী ৫ অক্টোবর বিপিএল এর প্রথম খেলা অনুষ্ঠিত হবে আইডেল ওয়াইল্ড ক্রিকেট ফিল্ডে এবং টাইম টেলিভিশন খেলাটি সরাসরি সম্প্রসার করবে।