প্রবাস মেলা ডেস্ক: বিদেশি ধনী ব্যক্তি এবং কর্পোরেট বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গোল্ডেন ভিসা প্রকল্প চালু করেছে ইন্দোনেশিয়া। জাতীয় অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যেই এই প্রকল্প হাতে নিয়েছে দেশটি। খবর রয়টার্সের। ৩ সেপ্টেম্বর ২০২৩, রবিবার ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে ইন্দোনেশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক সিলমি করিম বলেন, গোল্ডেন ভিসায় পাঁচ থেকে ১০ বছর মেয়াদের জন্য ইন্দোনেশিয়ায় বসবাসের অনুমতি পাওয়া যাবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পাঁচ বছর মেয়াদের গোল্ডেন ভিসার জন্য বিদেশি বিনিয়োগকারী ব্যক্তিদের দেশটিতে ২৫ লাখ ডলার মূল্যের একটি কোম্পানি প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া ১০ বছর মেয়াদের গোল্ডেন ভিসার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারী ব্যক্তির জন্য ৫০ লাখ ডলারের বিনিয়োগের প্রয়োজন হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং স্পেনসহ বিশ্বের কয়েকটি দেশে পুঁজি এবং উদ্যোক্তা বাসিন্দাদের আকৃষ্ট করতে বিনিয়োগকারীদের জন্য এই ধরনের গোল্ডেন ভিসা চালু করেছে।
কর্পোরেট বিনিয়োগকারী পরিচালক ও কমিশনারদের পাঁচ বছর মেয়াদের গোল্ডেন ভিসা পাওয়ার জন্য দেশটিতে আড়াই কোটি ডলার বিনিয়োগ করতে হবে। আর যদি ১০ বছর মেয়াদের ভিসা পেতে চান, সেক্ষেত্রে পাঁচ কোটি ডলার বিনিয়োগ করতে হবে।
তবে ইন্দোনেশিয়ায় যে বিদেশি বিনিয়োগকারীরা কোম্পানি প্রতিষ্ঠা করতে চান না, তাদের জন্য ভিন্ন ভিন্ন বিধানও রয়েছে। সেসবের মধ্যে রয়েছে দেশটিতে সাড়ে তিন লাখ থেকে সাত লাখ ডলারের অতিরিক্ত তহবিলের প্রয়োজন হবে, যা ইন্দোনেশিয়ার সরকারি বন্ড কেনার জন্য ব্যবহার করা হতে পারে।