প্রবাস মেলা ডেস্ক: বিটিভি’র বিজয় দিবসের একটি বিশেষ নাটক ‘মেঘ ভাঙ্গা রোদ’ এ অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানভিন সুইটি। নাটকটি লিখেছেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক।
একটা সময় বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত পদাচারণ ছিলো তানভিন সুইটির। তবে বর্তমানে আর অগের মতো অভিনয়ে নেই তিনি। এ বিষয়ে সুইটি জানান, গল্প ও চরিত্র পছন্দ হলে বছরে দু’-একটি নাটকে অভিনয় করি।
তারই ধারাবাহিকতায় বিটিভি’র বিজয় দিবসের বিশেষ একটি নাটকে অভিনয় করলেন তিনি। ১৪ ডিসেম্বর ‘মেঘ ভাঙ্গা রোদ’ শিরোনামের নাটকে দেখা যাবে তাকে। নাটকটি দর্শকদের অনেক ভালো লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।