প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সর্বোচ্চ সংগঠন বিজিএমইএ ‘র ২০১৯-২০২১ এর সদ্য নির্বাচিত পরিচালক মো. মহিউদ্দিন রুবেল এর হাতে প্রবাস মেলা। পত্রিকার সম্মানিত সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ সৌজন্য সাক্ষাত করে তার হাতে পত্রিকা তুলে দেন।
তরুণ ও সফল ব্যবসায়ী মো. মহিউদ্দিন রুবেল তৈরী পোশাক শিল্প ‘ডেনিম এক্সপার্ট লিমিটেড’ এর পরিচালক। গত ৬ এপ্রিল ২০১৯ শনিবার বিজিএমইএ ‘র ২০১৯-২০২১ এর নির্বাচনে সম্মিলিত ফোরাম প্যানেল থেকে তিনি পরিচালক পদে নির্বাচিত হন।
এসময় মো. মহিউদ্দিন রুবেল প্রবাস মেলা পত্রিকার প্রশংসা করেন এবং এর সাফল্য কামনা করেন।