প্রেস বিজ্ঞপ্তি: ১৭ ডিসেম্বর ২০২৩, ৩০০ এস রবিবার আলেকজান্দ্রিয়া এ্যাভিনিউ, লস এঞ্জেলেসে বাংলাদেশের ৫২তম বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘বাংলার বিজয় বহর’ এর উদ্যোগে লাল সবুজের পতাকা উড়িয়ে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথমেলা’র আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, শাড়ী-গহনার দোকান, র্যাফেল ড্র এবং আকর্ষণীয় পুরস্কার। মোটর শোভাযাত্রা শুরু হবে বেলা ১২টায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টায়।
উক্ত অনুষ্ঠানে বাঙালীদের ঢল নেমে আসবে বলে ধারণা করছেন আয়োজক কমিটি। জমকালো এই আয়োজন উপভোগ করবেন এঞ্জেলেস ও তার পার্শ্ববর্তী শহরে বসবাসরত বাংলাদেশীরা। এখন স্টল বরাদ্দ দেয়া হচ্ছে বলে জানান আয়োজকরা।