মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বিজয়নগর উপজেলা প্রবাসী সমাজ কল্যান সংস্থা ইউএই’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা আবু তাহের এর কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। সংগঠনের সভাপতি পারভেজ আহাম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এম এইচ এ আনোয়ার হোসেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ও শাহরিয়ার ইসলাম মঞ্জুর যৌথ পরিচালনায় আগত অতিথিদের ব্যাজ পড়িয়ে দেন মাসুদ ভূইয়া।
মোতাব্বির হোসাইন রাজুর স্বাগতিক বক্তব্যে প্রধান বক্তার বক্তব্য রাখেন মো: জহির।বিশেষ অতিথি ছিলেন শাহ মোহাম্মদ মাকসুদ, ইঞ্জি: করিমুল হক, নাসির উদ্দিন কাউসার ও শাহীনুর শাহীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন সমাজের অবহেলিত ও দুস্থ মানুষদের সহযোগীতার মাধ্যমে স্বাবলম্বী করে তোলা ও অসহায় এবং বিপদগ্রস্থ প্রবাসীদের আর্থিক অনুদানের মাধ্যমে তাদের সমস্যা সমাধান করা।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিল সিরাজুল ইসলাম রিপন, সিপন, বাবুল আহাম্মেদ, দুলাল ভুইয়া, নাইম চৌধুরী, সাদেক আহাম্মেদ, তোফাজ্জেল হোসেন, আক্কাস, রুহুল আমিন, রফিকুল ও রমজান সরকার।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহ ধর্ম বিষয়ক সম্পাদক শিবলী নোমান। দোয়া মাহফিলে আমিরাতের বিভিন্ন কমিউনিটি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।