ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি:দীর্ঘ ১৩ দিন লেবানিজ বিক্ষোভ জনতার আন্দোলনে মুখে পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী শেখ সাদ হারিরি। তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্র পৌঁছে দিবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন।।
প্রধানমন্ত্রী সাদ হারিরি তাঁর ডাউনটাউন বাসভবন থেকে জাতির উদ্দেশ্যে লেবাননের মিডিয়ার সামনে সরাসরি ভাষণে আজ পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, আমরা সবাই লেবাননী, দেশের চেয়ে বড় কেউ নয়। তাই তিনি জনগণের চাওয়াকেই গুরুত্ব দিলেন।
এদিকে তার পদত্যাগের ঘোষণায় আনন্দে ফেটে পরে আন্দোলনকারীরা। এটা তাদের প্রথম বিজয় বলে জানালেন তারা। তবে বাকিরা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে অনলাইনে হোয়াটসঅ্যাপ কলে কর আরোপের সরকারি পরিকল্পনার প্রতিবাদে লেবাননে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে সরকার ওই পরিকল্পনা থেকে সরে গেলেও রাজনৈতিক দুর্নীতি ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ আরও বড় আকার নেয়। বিশ্বে সর্বাধিক ঋণগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম লেবানন।