কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সবচেয়ে বড় সংগঠন বিএসইউএম’র আয়োজিত বিএসইউএম ফেলমো কাপ ব্যাডমিন্টন টূর্ণামেন্ট-২০১৮ চ্যাম্পিয়ন ইউপিএম টাইগার্স। আইআইইউএম’র টীমকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় তারা।
সংগঠনের সভাপতি আব্দুল বাশিরের সার্বিক তত্ত্বাবধানে ইউপিএম’র কলেজ-১০ ব্যাডমিন্টন মাঠে আয়োজন করা হয়েছিল এ টুর্নামেন্টের। এতে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০টি টীম অংশ নেয়। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল ফেলমো মোবাইল, ডব্লিউ হোটেল, মডার্ন হোম, কল আইটি সলিউশন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন ইউপিএম’র গবেষণা ও উদ্ভাবন বিভাগের অধ্যাপক ড. আজুরুন বেগম বিনতে আহমেদ, বাংলাদেশ কমিউনিটি নেতা নাজমুল ইসলাম বাবুল, মনির দেওয়ান, জহিরুল ইসলাম জহির ছাত্রনেতা কবিরুজ্জামান জীবন, আসাদুল ইসলামসহ আরও অনেকে।
সংগঠনের সাধারণ সম্পাদক শামিম হামিদি’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ফয়জুল হক জহিরুল ইসলাম, ফেল্ডা মোবাইলের সেলস এন্ড মার্কেটিং মোক্তাদির নাহিদ, লিউরানা চৌধুরীসহ অনেকে।