শামছুজ্জামান নাঈম, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরের কেএলসিসি পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল বাশিরের সভাপতিত্বে ও যুগ্ম সাংগঠনিক আতিক মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে ঈদ স্মৃতি শেয়ার করেন বিএসইউএম’র সদস্যরা। এছাড়াও অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা মো. রবিউল ইসলাম, আইআইইউএম’র পিজিএসএস এর প্রেসিডেন্ট ও বিএসইউএম’র সহসভাপতি মো. ফায়জুল হক, সাবেক সহসভাপতি শামছুজ্জামান নাঈম, শাপলা মেহজাবিন, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম, মুহিবুল্লাহ মুহিব, লিউরোনা চৌধুরী, বুরহানুদ্দিনসহ মালয়েশিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অর্ধশতাধিক বাংলাদেশী শিক্ষার্থী। পরে সকলকে ঈদের আমেজে বাংলাদেশি সেমাই, ফিরনী, পিঠা, সিংগারা, পিয়াজুসহ নানা রকম দেশী খাবার পরিবেশন করা হয়।