এম.এ তুহিন, মানামা, বাহরাইন: বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব সাবের আহমেদ ও সিনিয়র সহ-সভাপতি জনাব আকবর হোসেন নির্বাচিত হওয়ায় বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি এবং অঙ্গ-সহযোগী ও শাখা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৯
জুলাই ২০১৯ শুক্রবার স্থানীয় মোহারক আল-ওশরা রেষ্টুরেন্টের কনফারেন্স অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও দোয়া’র আয়োজন করা হয়। কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন তুহিন ও এম, এ জাহানের যৌথ সঞ্চালনায় এবং সহ-সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা জনাব ফয়সাল মাহমুদ চৌধুরী।
জিদ-আলী শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক ফিরোজ আলম কিরনের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপি’র উপদেষ্টা জনাব এনায়েত উল্লা মোল্লা, সহ-সভাপতি জনাব রেজাউল করিম হুমায়ুন, শাহীন পাটোয়ারী, আসলাম সাগর, দিদারুল ইসলাম ও মো: বাহার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক এম,বি জালাল উদ্দিন, আক্তারুজ্জামান, নজরুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক সুলতান হাওলাদার ও সহ-শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসয়াম প্রমুখ।
এছাড়া অঙ্গ-সহযোগী সংগঠন এবং আঞ্চলি শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম স্বপন, আব্দুস সোবহান, আব্দুল্লাহ আল নোমান, মনির সওদাগর, মো: সুমন, আহসান মাসুদ, সুমন মিয়া, মোস্তাক আহমেদ, আবু তাহের গাজী, আব্দুল বাসিত, হানিফ, বেল্লাল, ধন মিয়া, জহির উদ্দিন স্বপন, আমির হোসেন মিরু, হাজি ফজলুল করিম, নজরুল ইসলাম ফরিদ, আব্দুর রহমান, সেলিম ভূইয়া সহ বিএনপি’র প্রচুর সংখ্যক নেতা-কর্মী।
অনুষ্ঠানে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত কারামুক্তির প্রত্যাশায় এবং সদ্য নির্বাচিত সভাপতি ও সিনিয়র সহ-সভাপতিদ্বয়ের জন্য সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। আপ্যায়ন শেষে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।