সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: বাহরাইনে ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি হাজী ফজলুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সভাপতি সাবের আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন বাহরাইন ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা কামাল হোসেন কামাল। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন বিএনপি’র সহ-সভাপতি শাহীন পাটওয়ারী, এম এ জাহান, নজরুল ইসলাম মানিক, দেলোয়ার হোসেন, মাওলানা বেলাল আকন, কামাল সর্দার, মনির সওদাগর, সুমন মিয়া, আহসান মাসুদ ও সুমন। অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন, ঢাকা দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।
এ সময় সংগঠনের সভাপতি জুলুম অত্যাচার উপেক্ষা করে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করে আনার প্রত্যয় ব্যক্ত করেন।