সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: বাহরাইন বাংলাদেশ কালচারাল এন্ড সোশ্যাল সোসাইটির উদ্যোগে ২০১৭/১৮ এর এজিএম ১৯ অক্টোবর ২০১৯ প্রেস্টিজ হল, আল আহলী ক্লাব, মানামায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি ফুয়াদ তাহের শান্তনু। অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস এর এইচওসি রবিউল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে কোন দেশের আইন-ই পারে জনগণকে একটি স্থিতিশীল সমাজ উপহার দিতে। আইনের প্রতি শ্রদ্ধা ও সুশাসনই নিয়মতান্ত্রিক জীবন চালাতে বাধ্য করে প্রতিটি দেশের নাগরিকদের। বাহরাইনে থাকতে হলে বাহরাইন সরকারের নিয়মনীতি মেনেই চলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দূতাবাস এর লেবার কাউন্সিলর শেখ মো: তৌহিদুল ইসলাম, সোসাইটির প্রধান উপদেষ্টা শাফকাত আনোয়ার, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো: গিয়াসউদ্দিন এবং পেনসিলি বারসি জেনারেল ম্যানেজার বিএফসি বাহরাইন।

সভাপতি ফুয়াদ তাহের শান্তনু বলেন, বাহরাইন সোসাইটি এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন। ইতিমধ্যে আমরা নিজস্ব আর্থিক তহবিল গঠন করতেছি তহবিল গঠন শেষে আমাদের সংগঠন এর পক্ষ থেকে বিভিন্ন মানবিক সহায়তার কার্যক্রম শুরু করবো। বাংলাদেশ সোসাইটি এবং বাংলাদেশ কমিউনিটির প্রতি বিশেষ অবদান রাখার জন্য চার জন ব্যাবসায়ীকে সম্মাননা প্রদান করা হয়। তার মধ্যে রয়েছেন নাসির উদ্দিন, আইনুল হক, আবুল বাসার এবং মোহন মিয়া মোমেন, তাদের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ দূতাবাস এর এইচওসি রবিউল ইসলাম, নতুন কমিটির ঘোষণা করেন সোসাইটির প্রধান উপদেষ্টা শাফকাত আনোয়ার।
নুতুন কমিটির নেতৃবৃন্দ ফুয়াদ তাহের শান্তনু – প্রেসিডন্ট মাঝহারুল ইসলাম বাবু – ভাইস প্রেসিডন্ট আসিফ আহমেদ – জেনারেল সেক্রেটারী মাঝহারুল হক নয়ন – ফাইন্যান্স সেক্রেটারী কাউসার আলম – এ্যাসিটেন্ট জেনারেল সেক্রেটারী আবুল বাসার – অরগানাইজিং সেক্রেটারী আইনুল হক – স্পোর্টস সেক্রেটারী নাসির উদ্দিন – কালচারাল সেক্রেটারী মোহন মিয়া মোমেন – সোসাল সার্ভিস সেক্রেটারী আলতাফ মাহমুদ আকবর – মেম্বার সেক্রেটারী ফারুক সিকদার – এ্যাডভারটাইজিং সেক্রেটারী জাহিদ ভূইয়া – এনটারটেইনমেন্ট সেক্রেটারী। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।