সৈয়দ মামুন হোসেন, বাহরাইন প্রতিনিধি: বাহরাইন প্রবাসীদের সুলভ মূল্যে দেশীয় খাবারের স্বাদ দিতে বাংলাদেশি মালিকানাধীন “আল বারাকা রেস্টুরেন্ট” উদ্বোধন করা হয়েছে। ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার, সন্ধা ৭.৩০ মিনিটে রাজধানী মানামা জুমা মসজিদ সংলগ্ন এ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।
ফিতা কেটে উদ্বোধন করেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো: মোজাহিদুল ইসলাম ও মহিউদ্দিন ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা আইনুল হক, বাশার, বাশার, কাজী হাসান, জসিম মগবোল আহমেদ, মোহাম্মাদ শাহাজালাল, মাওলানা শাহেদুল ইসলাম, মাওলানা আব্দুল গফুর, মোহাম্মদ সানাউল্লাহ সহ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোজাহিদুল ইসলাম বলেন, সাফল্য অর্জন করতে হলে স্বপ্ন দেখতে হয়, আর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে নিরলস পরিশ্রম করতে হয়। আশা করি আমার মেধা ও শ্রম দিয়ে বাংলাদশি নানা রকম খাবার পরিবেশনের মধ্য স্বদেশীয় খাবারের ঐতিহ্য তুলে ধরতে চেষ্ঠা করবো।
উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে, রেস্টুরেন্টের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।