সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: বাহরাইনে মানামা বাংলাদেশ দূতাবাসে ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে দূতাবাস প্রাঙ্গণে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার সাথে দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত নজরুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন। দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো: রবিউল ইসলাম, লেবার কাউন্সিলর (শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।
বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।