সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে জাতির পিতা সহ ১৫ আগস্ট নিহত সবার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় করে বাহরাইনে রাজধানী মানামায় স্থানিয় একটি হোটেলে অনুষ্ঠানে আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে বাহরাইনে জাতীয় শ্রমিকলীগের সভাপতি অভিনাস পালের সভাপতিত্বে জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও রুবেল মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
বিশেষ অথিতি ছিলেন বাহরাইন আওয়ামীলীগ এর সভাপতি মনজুর আহমেদ, সাধারণ সম্পাদক এম, এ, হাশেম, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, বাংলাদেশ জালালাবাদ কমিউনিটির সভাপতি আক্তার হোসেন কাঁচা মিয়া, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সানোয়ার হোসেন কাশেম, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি সেলিম দড়ি।
আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি আবুল বাশার, সহ সভাপতি মারুফ হোসেন চান মিয়া, সহ সভাপতি আনিস মাজি, সহ সভাপতি মনির হোসেন, আলমগীর হোসেন, এমদাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুদেব, আলী হোসেন, সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।