সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাহরাইন আওয়ামী লীগের প্রস্তুতি সভা শুক্রবার রাতে বাহরাইন বাংলাদেশ সমাজের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা সভাপতিত্ব করেন বাহরাইন আওয়ামী লীগের সভিপতি মনজুর আহামেদ। তিনি বলেন আগস্ট মাস শোকের মাস, আমরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। তার স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমাদের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যার যার অবস্থান থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বাহরাইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম, এ, হাসেমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ইয়াকুব মিয়া, সহ-সভাপতি নানু মিয়া।
আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কালাম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি সেলিম দড়ি, বাহরাইন আওয়ামী লীগ মুহারক শাখার সভাপতি মুজাহিদুলর রহমান দুলাল, গুদাবিয়া শাখার সাধারণ সম্পাদক নুরুন নবী, বাহরাইন শ্রমিক লীগ সহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।