সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কাইতলা, দক্ষিণ ইউনিয়ন, গোয়ালী ৮ নং ওয়ার্ডের বাহরাইন প্রবাসীদের উদ্যোগে গোয়ালী দারিদ্র কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার স্থানয় সময় রাত ৮.৩০ মিনিটে বাহরাইনের রাজধানী মানামার একটি হোটেল এই আলোচনা সভায় পবিত্র কোআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়।
বাহরাইন গোয়ালী দারিদ্র কল্যাণ ফাউেন্ডশনের নবগঠতি সভাপতি মোহাম্মাদ আব্দুল্লার বলেন, আমাদের প্রধান লক্ষ্য গ্রামের অভুক্ত ও অর্ধভুক্ত মানুষের আর্থ সামাজিক, সাংস্কৃতিক অবস্থার উন্নয়ন করে তাদের মুখে হাসি ফোটানো। এ জন্য তাদের মধ্য থেকে অজ্ঞতা ও কুসংস্কার দূর করা। গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা উন্নয়নের প্রক্রিয়া সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তোলা ।
আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের অর্থ বিষয়ক আজিজুল হক।
এ সময় লন্ডন থেকে টেলি-কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন বিষয়ক সম্পাদক ইকরাম সরকার এবং দুবাই থেকে সংগঠনের প্রচার সম্পাদক শাকির মিয়া যুক্ত হয়ে সবসময় সংগঠনের হয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ কামরুল হাসান কামাল, সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, সহ সাধারন সম্পাদক মোঃ শাহরিয়ার ইমন শওকত, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রকিব মিয়া, প্রচার সম্পাদক মোঃ শাকিল মিয়া, সহ প্রচার সম্পাদক মোঃ ডালিম মিয়া, সহ ক্যাশিয়ার মোঃ সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ আমান মিয়া, সহ-দপ্তর সম্পাদক মোঃ আলম মিয়া, উন্নয়ন সম্পাদক মোঃ ইকরাম সরকার, সহ উন্নয়ন সম্পাদক মোঃ দেলোয়ার মিয়া, সমাজসেবক সম্পাদক মোঃ মুতি মিয়া, সহ সমাজসেবক সম্পাদক মোঃ লিটন মিয়া, উপদেষ্টা মোঃ সুমন মোল্লা, সহ উপদেষ্টা লোকমান মিয়া প্রমুখ
পরে নৈশভোজ শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়।