প্রবাস মেলা ডেস্ক: করোনাভাইরাসের ছোবলে অসহায় গরীবদের সরকারি ও ব্যক্তি উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী প্রদান করা হলেও মধ্যবিত্তদের দেখার কেউ নেই। তাদের ঘরে খাবার ফুরিয়ে এসেছে। জীবন চালাতে তারা এখন হিমশিম খাচ্ছেন। তারা না পারছেন কারো কাছে হাত পাততে। না পারছেন মান সম্মান ও লোক চক্ষুর ভয়ে কাউকে কিছু বলতে।
তাদের কথা ভেবেই নতুন উদ্যোগ নিয়েছেন চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাত। এ প্রসঙ্গে তিনি জানান, বর্তমান সংকটময় মুহূর্তে যে সকল মানুুষ খাদ্যাভাবে ঘরে চুলা জ্বালাতে পারছেন না, তাদের জন্য আমি একটি নতুন উদ্যোগ নিয়েছি। আমার গঠিত ‘জান্নাত সমাজ কল্যাণ সংস্থা’র মাধ্যমে তাদের কাছে খাবার পৌঁছে দিতে চাই। যাদের খাবারের প্রযোজন তারা- 01400499442 এই নাম্বারে যোগাযোগ করলে তাদের বাসায় খাবার পৌঁছে দেওয়া হবে।
এ সহায়তাও ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা। এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত বলে মনে করেন তিনি। এদিকে, স্বল্প আয়ের শিল্পী-কলাকুশলীদের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে চাল, ডাল হস্তান্তর করেছেন । এছাড়াও রাজধানীর শাহবাগে সাধারণ মানুষের মাঝে মাস্ক, গ্লাভস, সাবানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন মিষ্টি জান্নাত। তিনি ও তার টিম এর সদস্যরা মিলে এক হাজার পরিবারকে সহায়তা করার উদ্যোগ গ্রহণ করেছেন। এরইমধ্যে ঢাকা ও খুলনা শহরের আশেপাশের সুবিধা বঞ্চিত ১ হাজার মানুষদের মাঝে খাবার বিতরণ করেছেন মিষ্টি জান্নাত ও তার টিম। এদিকে নিজের ফ্যাশন হাউস ও রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছেন এবং স্টাফদের অগ্রিম বেতন দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তিনি। তার এ ধরনের প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।