সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলসের নির্বাচন কমিশন, বালা স্পেশাল নির্বাচন (২০১৮-২০২০) ২০১৮’র ফলাফল ঘোষণা করলো। সৈয়দ এম হোসেন বাবু প্রেসিডন্ট, নাহিদ সিমীম জেনারেল সেক্রেটারী, সাইফ কুতুবি প্রেসিডন্ট ইলেক্ট, শেখ রাফিকুল ইসলাম ভাইস প্রেসিডেনসহ ১২ সদস্যের নব নির্বাচিত কমিটির নাম প্রকাশ করলো।
কোষাধ্যক্ষ শাহা জালাল, যুগ্ম সম্পাদক সাইফুল এ চৌধুরী, সংস্কৃতির সম্পাদক আয়শা হোসেন, তথ্য সচিব অশিতি চৌধুরী, সাহিত্য সচিব ফারহানা সাঈদ, সদস্য সচিব মোহাম্মদ আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুল কবির, সামাজিক সেবা সচিব উচ্ছল কাজী, ক্রীড়া সচিব অনির্বাণ শাহা, ওয়েব সার্ভিস সচিব মো: নায়িম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সালমা আলম, যুব সচিব শাহা আকরাম তালুকদার নির্বাচিত হয়েছেন।