সৈয়দ এম.হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৭ জানুয়ারী ২০২৪, রবিবার লস এঞ্জেলেস কাউন্টির সিটি অফ আর্টশিয়ার নতুন বাজার রেস্টুরেন্ট এ বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস (বালা) এর ঈদ পূর্ণমিলনী ও অভিষেক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস (বালা) এর সংগঠনটির নব-নির্বাচিত কমিটির সভাপতি সৈয়দ এম. হোসেন বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদনান খাঁনের সঞ্চালনায় আগামি ২০ এপ্রিল ২০২৪ অভিষেক পূর্ব প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন সংগঠনটির সদস্য ১৯৫২ সালের ভাষা সৈনিক ডা. মো: সিরাউল্লাহ, বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস এর প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সামসুদিন মানিক, লস এঞ্জেলস বাংলাদেশ কমিউনিটির নেতা এবং বালার নির্বাচন কমিশনার মুজিব সিদ্দিকি, বালার নির্বাচন কমিশনা আব্দুল শাজেদ চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট সুলতান সাহরিয়ার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা বাবুল, সাংগঠনিক সম্পাদক এতাসামুল হক শ্যামল, জনসংযোগ সম্পাদক মো: আবু বকর সিদ্দিক, মোহাম্মদ রহমান সদস্য সচিব, যুব সম্পাদক আশিকুর রহমান, আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদক মো: লতিফুর রহমান খান, মহিলা বিষয়ক সম্পাদক কাবেরী রহমান, প্রেস সেক্রেটারি শেখ হাসান, বাংলাদেশ এসোসিয়েশন অফ অরেঞ্জ কাউন্টির সভাপতি মো: রফিকুল হক রাজু, বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস এর প্রাক্তন সভাপতি মো: রেজাউল কারিম রেজা।
সভায় সংগঠনটির নেতৃবৃন্দ আসন্ন অভিষেক অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বালার সভাপতি সৈয়দ এম হোসেন বাবু’র বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময়, কর্ম বণ্টন ও দিক নির্দেশনা দেন। দিনব্যাপী চলবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। সকাল ৯টায় শুরু হবে দিবসটির কার্যক্রম। বাচ্চা ও মায়েদের নানা ধরনের খেলাধুলা ও বাংলাদেশ থেকে আমন্ত্রিত জনপ্রিয় কন্ঠশিল্পী এসডি রুবেলকে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র এবং মুখরোচক বিভিন্ন ধরনের খাবার।