মো: ছালাহ উদ্দিন, বার্সেলোনা, স্পেন: প্রতিবারের ন্যায় বার্সেলোনা বাংলাস্কুল এবারও
পিঠা উৎসবের আয়োজন করে। ১ মার্চ ২০২০, শনিবার বার্সেলোনার স্থানীয় স্কুলা পিয়া’র হলরুমে পিঠা উৎসবে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী, অভিবাবকবৃন্দ, স্থানীয় সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে শুরু হয় পিঠা উৎসবের অনুষ্ঠান।
দেশীয় ঐতিহ্যের নানান পিঠার সমারোহে ভাপা, পুলি, পাটিসাপ্টা, চিতইপিঠা সহ নানা স্বাদের ও পদের প্রায় শতাধিক পিঠা-পুলির সমাহারকে প্রথমেই শিক্ষার্থী ও আগত অতিথিদের মাঝে উপস্থাপন করা হয়। পরে ক্রমান্বয়ে পীঠাগুলো উপস্থিতির নিকট স্বাদ গ্রহণের জন্য পরিবেশন করা হয়।
মূলত দেশীয় এ সংস্কৃতিকে প্রবাসে বেড়ে উঠা আমাদের নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে বাংলাস্কুল প্রতিবছর এ আয়োজন করে বলে জানালেন স্কুল পরিচালনা কমিটি।
স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম এর পরিচালনায় পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনারারী কন্সুলেট জেনারেল রামন পেদরো।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আউয়াল ইসলাম, সদ্য সাবেক সভাপতি আলাউদ্দিন হক, স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি, কমিউনিটি নেতা শফিক ইসলাম, কমিউনিটি নেতা মোহামেদ কামরুল, ব্যবসায়ী শফিক খান, স্পেন আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, বন্ধুসুলভ মহিলা সংগঠনের সভাপতি শিউলি আক্তার, ভয়েস অব বার্সেলোনার সাধারণ সম্পাদক এ.আর লিটু প্রমূখ।