শফিক খান, বার্সেলোনা, স্পেন: ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৩১ মার্চ বাংলাদেশ এসোসিয়েশন কাতালোনিয়া এর উদ্যোগে এক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । বার্সেলোনার প্লাসা মাগবা হলে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহারুল ইসলাম মিন্টু।
কোরাস কণ্ঠে জাতীয় সংগীতে মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । যুগ্ম সম্পাদক শফিক খান ও মহিউদ্দিন হারুন এর যৌথ সঞ্চালনায় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বার্সেলোনার প্রধান নির্বাহী পরিচালক রামোন পেদ্রো । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আউয়াল ইসলাম, উপদেষ্টা সেলিম আহমদ লালন, উপদেষ্টা রফিকউদ্দিন, উপদেষ্টা আজিজুল হক, উপদেষ্টা নাজমুল আলম শফি ।
আলোচনায় অংশ নেন সহ-সভাপতি শফিউল আলম শফি, শামীম হাওলাদার, সহসভাপতি রাসেল হাওলাদার, আনোয়ার হোসেন চৌধুরী, ময়নুল আবেদীন, সাধারণ সম্পাদক হীরা আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা জানু।
এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক হীরা আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক হারুণ রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক সহজ মোল্লা, অর্থ সম্পাদক সাব্বির আহমেদ দুলাল, প্রচার সম্পাদক সানাউদ্দিন, সহ প্রচার সম্পাদক কাজী উজ্জ্বল, সাংস্কৃতিক সম্পাদক ওয়াসি উদ্দিন, সহ মহিলা সম্পাদিকা জেবুন্নেসা হারুন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইকবাল বকসী প্রমুখ বক্তব্য রাখেন ।
বক্তারা বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলনীতি ই ছিল দেশ প্রেম এবং ঐক্য ।তাই আমাদের প্রবাস জীবন সহ সকল ক্ষেত্রে শহীদদের আত্মত্যাগ এর আদর্শকে লালন করে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে । দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এতে জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াসি উদ্দীন ও জিনাত শফিক, তন্ময় রাহুল সংগীত পরিবেশন করেন।