বার্সেলোনা, স্পেন: সম্প্রতি স্পেনের বার্সেলোনায় বসবাসরত কমিউনিটি নেতা ও সেখানকার একমাত্র বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট মধুর ক্যান্টিন এর স্বত্তাধীকারী মো: শফিক খান ও ইউরোপের খ্যাতনামা কন্ঠশিল্পী জিনাত শফিক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বার্সেলোনার সিনিয়র রামন পেদ্রো এর হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।