শফিক খান, বার্সেলোনা, স্পেন: ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার স্পেনের বার্সেলোনায় স্থানীয় মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের বার্সেলোনার সদস্যদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তৌফিকুজ্জামান সহজের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নুরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন প্রবাসী ভিআইপি ক্লাব উদ্যোগক্তা মো: শফিক খান। তিনি প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর এর বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন এবং বলেন, তাদের এই ক্লাবের সদস্য আছেন মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের প্রায় ২০টি দেশে। প্রবাস থেকে তারা বিভিন্ন সময় এই সংগঠনের মাধ্যমে তাদের মাদারীপুর জেলার গরীব দুস্থ অসহায় পঙ্গু মানুষদের জামা কাপড়, কম্বল, হুইলচেয়ার সহ আর্থিক সাহায্য করে যাচ্ছেন।
এসময় বক্তব্য রাখেন সোহাগ মুন্সী, শামিম খান, ফরাজী সুহেল, ফয়সল আহমদ, শিপলু হাওলাদার, মো: রুমি, তানবির হাসান কচি, আতাউর রহমান শাহিন, মো: হান্নান ফকির, মো: শফিকুল ইসলাম, মো: নাজমুল ইসলাম শোভন, মাসুদ রানা, বাদল হাওলাদার, ফারুক বয়াতী সহ স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মিরন নাজমুল, লায়েবুর রহমান, জাফর আহমদ সহ কমিউনিটি নেতা আবুতালেব আল মামুন লাবু সহ অনেকে।
উপস্থিত বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এই ক্লাবের শাখা থাকলেও স্পেনের বার্সেলোনায় এখনো কোনো কমিটি বা শাখা নেই তাই তারা খুব শিঘ্রই বার্সেলোনায় একটি কমিটি করে তাদের এলাকার গরিব অসহায় মানুষের পাশে দাড়াতে চায়।