মো. ছালাহ উদ্দিন, বার্সেলোনা, স্পেন: স্পেনের বার্সেলোনায় লন্ডন টাইগার্স ক্লাব ও বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের মধ্যে ফ্রেন্ডলী টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর রোববার বার্সেলোনার মঞ্জিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩ ঘটিকার সময় কাসা ই কুইনার চেয়ারম্যান রাসেল হাওলাদারের সৌজন্যে ডে-নাইট খেলাটি অনুষ্ঠিত হয়।
দুপুর ২টা থেকেই স্থানীয় বাংলাদেশী ক্রিকেটপ্রেমী দর্শক বিভিন্ন বয়সী নারী-পুরুষ খেলা দেখতে ভীড় জমায় মাঠের চারপাশে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া খেলাটি উদ্বোধন করেন টুর্নামেন্টের স্পন্সর রাসেল হাওলাদার।
খেলায় স্বাগতিক বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব মোকাবেলা করে লন্ডন টাইগার্স ক্লাবের সাথে। ডে-নাইট ম্যাচে লন্ডন টাইগার্স ক্লাবের ক্যাপ্টেন মিঃ জনি টসে জয়লাভ করে ব্যাট হাতে ১০ ইউকেটে ১০৯রান করে। অপরদিকে হাতে ৬ উইকেট থাকতেই ক্যাপ্টেন জুবেদ আহমদ এর নেতৃত্বে বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব জয়লাভ করে।খেলা চলাকালীন সময় দেশীয় গান গেয়ে দর্শক গ্যালারি মাতিয়ে তুলেন বার্সেলোনার জনপ্রিয় সঙ্গীতশিল্পী জিনাত শফিক। উৎসবে আনন্দে পুরো গ্যালারি জুড়ে ছিলে এক আনন্দগন পরিবেশ।
এসময় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও স্পানিশ, ইন্ডিয়ান ও পাকিস্তানি দর্শকদেরও দেখা যায় দর্শক গ্যালারীতে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস স্পেনের বার্সেলোনায় নিযুক্ত অনারারী কাউন্সিলর রামন পেদ্রো। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্য বিভিন্ন নেতৃবৃন্দের পাশাপাশি স্পেন বাংলা প্রেসক্লাব, বন্ধুসুলভ মাহিলা সমিতি এবং ভয়েস অব বার্সেলোনার সদস্যরাও উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠন বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সভাপতি আশরাফ হোসেন মামুন এবং সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।