শফিক খান, বার্সেলোনা, স্পেন: বার্সেলোনায় বসবাসরত মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ইসমাইল হোসেন নামের এক প্রবাসী বাংলাদেশি পুলিশি হামলায় গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, প্রতিদিনের ন্যায় ইসমাইল গত শনিবার দুপুর ১২টার সময় প্লাসা কলোন নামক পর্যটন এলাকায় তার ব্যবসা নিয়ে রাস্তার পাশে বসেন । পর্যটন পুলিশ সকল রাস্তার ব্যবসায়ীদের উপর অতর্কীতভাবে লাঠি দিয়ে হামলা চালায়, এসময় ইসমাইলের উপরও অমানবীকভাবে লাঠিচার্জ করে, একপর্যায়ে তার পায়ের হাটু সম্পূর্ণভাবে ভেঙ্গে ফেলে এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে। বর্তমানে সে বার্সেলোনার হসপিটাল ডেল মারে চিকিৎসাধীন অবস্তায় আছে।
ইসমাইলকে স্থানীয় প্রবাসী সহ তার এলাকার লোকজন দেখতে গিয়ে জানান, ডাক্তার জানিয়েছেন ইসমাইলের অনেকগুলো বড় অপারেশন করতে হবে। এমতাবস্থায় তার চিকিৎসা সহ সঠিক বিচারের জন্য বার্সেলোনার কমিউনিটির সকল নেতৃবৃন্দ অসহায় ইসমাইলের পাশে দাড়ানো খুবই জরুরী। মানবিক দিক বিবেচনা করে সবাই আহত প্রবাসী ইসমাইলের পাশে দাড়াতে প্রবাসীরা অনুরোধ জানিয়েছেন।