মো: ছালাহ উদ্দিন, বার্সেলোনা, স্পেন: ৫২বাংলা টেলিভিশনের সংবাদ পরিবেশনকারী ও ইউরোপের পরিচিত কন্ঠশিল্পী জিনাত শফিক ও শফিক খানের একমাত্র ছেলে জাওয়াদ আব্দুল্লাহর অষ্টম জন্মদিন পালিত হয়েছে।৯ জুন রবিবার বার্সেলোনার স্থানীয় মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে জাওয়াদের পিতা শফিক খান ও মা জিনাত সুলতানা ছেলের জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেন।
পারিবারিক দাওয়াতে স্থানীয় প্রবাসী সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ পরিবারসহ প্রায় পাঁচ শতাধীক প্রবাসীরা উপস্থিত ছিলেন। জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা জন্মদিনের বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আসেন এবং শিশুশিল্পী জাওয়াদকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের রাতের খাবার পরিবেশন করা হয়।শিশুশিল্পী জাওয়াদের পিতা শফিক খান অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনসহ ছেলের জন্য সকলের কাছে দোয়ার প্রার্থনা জানান।