মো: জাহাঙ্গীর আলম হৃদয়
রিয়াদ, সৌদিআরব
আমি বারো মাস
তোমায় ভালোবাসি
বলতে পারি চিৎকার করি
তার প্রতিধ্বনি শুনতে
পাবে কান পেতে
ঘরের দরজা, জানালা বন্ধ করে।
আমি বারো মাস
তোমায় ভালোবাসি
তা শুনতে পাবে চাঁদপুর
বিপনি বাগের মোড়ে দাঁড়িয়েও
আর না হয় বড় স্টেশনের
পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদীর
পাড়ে বসে আনমনে।
(সৌদিআরব প্রবাসী লেখক ও সাংবাদিক)