জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত প্রতিনিধি: কবিগুরুর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে কোলকাতার তপন থিয়েটার প্রেক্ষাগৃহে (তৃতীয় তলা) বাচিক আর্টিস্ট ফোরাম উপহার দিল এক মনোজ্ঞ অনুষ্ঠান- ‘হৃদয় অঞ্জলি’। প্রায় অর্ধশতাধিক বাচিক শিল্পীর কণ্ঠে উচ্চারিত হয় রবীন্দ্র কবিতা। উল্লেখ্য যে এই বাচিক আর্টিস্ট ফোরাম সারা রাজ্যের বাচিক শিল্পীদের নিয়ে কাজ করার নিয়েছে এক অভিনব উদ্যোগ। এমনকি প্রত্যন্ত গ্রামগুলি থেকেও আগামী প্রতিভাকে তুলে নিয়ে আসার প্রয়াস
গ্রহণ করেছে। এদিনের অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত বাচিক শিল্পীরা। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। মাল্যদান করেন সভাপতি রণেন্দ্রনাথ ধাড়া। এরপর একে একে কণ্ঠ মাধুর্য দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানান- বকুল সেন, দীপন সেনগুপ্ত, নন্দিতা তিতলি, মনিষা ভট্টাচার্য, অসীম চক্রবর্তী, দেবালয় গাঙ্গুলি, অজান্তা ত্রিপাঠি, সুমিত অধিকারী, জয়ন্ত চক্রবর্তী, ঋতুপর্না সিনহা, সুমিতা দাস প্রমুখ বাচিক শিল্পীরা। এছাড়াও ছিলেন আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিকশিল্পী রমেন চট্টোপাধ্যায় ও তপন ঘোষাল।