প্রবাস মেলা ডেস্ক: ৯ মার্চ ২০১৯, শনিবার ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও এর বাস্তবায়নকারী সংস্থা রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি), আশরাফুল ও নাসরিন ইসলাম মেমোরিয়াল ফান্ড- এর সহযোগিতায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলাতে সানচাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম-এর আওতায় বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানটি সহায়তপ্রাপ্ত ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যক্রম ভিত্তিক ফলাফল ও সহপাঠক্রমিক কার্যক্রম (বিজ্ঞান কুইজ) ভিত্তিতে প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিশুদের বিজ্ঞান মনোষ্ক হিসেবে গড়ে তোলা, যেকোন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের প্রতিযোগিতামূলক মানসিকতার বিকাশ এবং দুঃস্থ শিক্ষার্থীদের অর্থনৈতিক সহায়তা প্রদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পিজুস চন্দ্র দে, উপজেলা নির্বাহী অফিসার, বাউফল, পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার, বাউফল, পটুয়াখালী; জনাব ওয়াহিদ রহমান, প্রতিনিধি, আশরাফুল ও নাসরিন ইসলাম মেমোরিয়াল ফান্ড; জনাব আব্দুস সাত্তার মন্টু, ফাইন্যান্স ডাইরেক্টর আরএসসি; সংশ্লিষ্ট এলাকার প্রধান শিক্ষকবৃন্দ।
এছাড়া আরএসসি-ডিসিআই এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় গণ্য-মান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। জনাব কাজী হাসানুজ্জামান, এরিয়া ম্যানেজার, আরএসসি; উপস্থিত আশরাফুল ও নাসরিন ইসলাম মেমোরিয়াল ফান্ড এবং সম্মানী ব্যাক্তিদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং আরএসসি-ডিসিআই এর বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে ৩৯ জন দুঃস্থ ও মেধাবী শিশুকে ৫৬৬০০-/ টাকার অর্থ বৃত্তি প্রদান করা হয়। উপস্থিত শিক্ষার্থীগণ আরএসসি-ডিসিআই এবং আশরাফুল ও নাসরিন ইসলাম মেমোরিয়াল ফান্ড কর্তৃপক্ষকে তাদের এই অসাধারণ সহায়তার জন্য বিশেষ ধন্যবাদ জানান।