প্রবাস মেলা ডেস্ক: জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন নস্যাৎ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিনের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কবি মতিন বৈরাগী, সহ-সভাপতি কবি শহিদুল্লাহ ফরায়জী, কবি এবিএম সোহেল রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহিন রেজা, কবি শ্যামল জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক নূরন্নবী সোহেলসহ জাতীয় কবিতা পরিষদের নেতৃবৃন্দ এবং দেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীগণ।
সংবাদ সম্মেলনের শুরুতেই ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান সংবাদ সম্মেলনের বক্তব্য পাঠ করেন। অনুষ্ঠানে কবি হাসান হাফিজ বলেন— ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রতিবাদে অবিলম্বে ইন্ডিয়ান অপপ্রচারকারী সকল মিডিয়াকে বন্ধ করতে হবে। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে পহেলা বৈশাখ আয়োজনে বাঙালিসহ উপজাতিদের তাদের জাতিসত্তাকে ধারণ করে এই উৎসবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা প্রশংসার দাবিদার।’
কবি রেজাউদ্দিন স্টালিন বলেন— গাজায় সহিংসতার বিরুদ্ধে জাতীয় কবিতা পরিষদ পহেলা বৈশাখের উৎসব শোভাযাত্রায় প্ল্যাকার্ড বহন করবে।’ কবি মতিন বৈরাগী বলেন— কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের অর্থনৈতিক সুবিধার জন্য ধর্মের নামে ইচ্ছেমতো বাণী তৈরি করে প্রচার করে। সাধারণ মানুষ জাতির সাথে এই ষড়যন্ত্রের ব্যাপারে খোঁজ নিয়ে দেখে না, কারণ এদেশের অধিকাংশ সাধারণ মানুষই ধর্ম ও সংস্কৃতির ব্যাপারে অজ্ঞ।’
গীতিকবি শহিদুল্লাহ ফরায়জী বলেন— অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে পহেলা বৈশাখ উৎসবকে আমরা সর্বজনীন করে তুলতে পারি।’ কবি শাহিন রেজা বলেন— মঙ্গল শোভাযাত্রায় অমঙ্গলের যেন কিছু না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।’
সভাপতির বক্তব্যে কবি মোহন রায়হান বলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রা আজ একটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু কিছু কিছু গোষ্ঠী এটিকে মূর্তিপূজা আখ্যা দিয়ে কটুক্তি করছে। এটি প্রকৃত অর্থে একটি প্রতীকী প্রতিবাদ ও শুভবোধের বহিঃপ্রকাশ, যা বাঙালি সংস্কৃতির প্রতীক হিসেবে বিশ্বমঞ্চে আমাদের পরিচয় তুলে ধরছে।’
সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান কবি মতিন বৈরাগী, সভাপতি কবি মোহন রায়হান ও সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন আগত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সবশেষে পহেলা বৈশাখ উদযাপনকে সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান।