প্রেস বিজ্ঞপ্তি: ‘বাংলা একাডেমি ফোকলোর পত্রিকা’র জন্য প্রবন্ধ আহ্বান করেছে কর্তৃপক্ষ। যথাযথ তথ্যসংকেতসহ ২হাজার থেকে ৫হাজার শব্দের প্রবন্ধ হতে হবে। লেখার বিষয় হবে ফোকলোর-বিষয়ক আলোচনা, আধুনিক সাহিত্যে ফোকলোরের উপকরণ সন্ধানমূলক প্রবন্ধ, ক্ষেত্রসমীক্ষাভিত্তিক তথ্যবহুল প্রবন্ধ, ফোকলোর-সাধকদের সাক্ষাৎকার, ফোকলোরবিদদের জীবনীকর্মভিত্তিক প্রবন্ধ, ফোকলোরবিষয়ক গ্রন্থালোচনা, ফোকলোরবিষয়ক অনূদিত প্রবন্ধ প্রভৃতি। ২০২৪ সালের ৩১শে জানুয়ারির মধ্যে লেখা পাঠালে চলতি সংখ্যায় গ্রহণ করা যেতে পারে। মুদ্রিত লেখার জন্য সম্মানির ব্যবস্থা রয়েছে।
লেখা পাঠানোর ঠিকানা- ড. তপন কুমার বাগচী, নির্বাহী সম্পাদক, বাংলা একাডেমি ফোকলোর পত্রিকা, পরিচালক (চলতি দায়িত্ব), ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগ, বাংলা একাডেমি, ঢাকা ১০০০।