রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন- মালয়েশিয়া (বিএসওএম)’র বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুর বুকিত বিনতাংয়ে বিবিএইচ রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ইব্রাহীম হক চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএসওএম’র সহ-সভাপতি ও ইউনিভার্সিটি মালায়ার পিএইচডি শিক্ষার্থী জিনাত এ. তাবাসসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইউনিভার্সিটি কেবাংসাআন মালয়েশিয়া’র অধ্যাপক ড. মোঃ মামুন বিন ইবনে রিয়াজ ও মাহাসা ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ আবুল বাশার।
সভায় বক্তব্যে অধ্যাপক ড. আবুল বাশার বলেন, ” বিদেশে যারা পড়ালেখা করে তারা নিজেরাই নিজেদের অভিভাবক। এখানে মা-বাবা নেই। তাই নিজের পড়ালেখার প্রতি নিজেদেরই খেয়াল রাখতে হয়।” তিনি বলেন, ” শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য স্থির করতে হবে, তুমি কী হতে চাও। যার লক্ষ্য নেই, সে কিসের জন্য এগিয়ে যাবে। লক্ষ্য থাকলেই শিক্ষার্থীরা সেই লক্ষ্য পূরণে এগিয়ে যাবে।”
“বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীদের অসাধারণ প্রতিভা আছে। তোমরা এগিয়ে যাও, সফল হও, তোমরা সফল হলে বাংলাদেশ সফল হবে, বলেন তিনি।
শিক্ষার্থীদের তিনি বাংলাদেশের সুনাম বৃদ্ধির প্রয়াসে কাজ করার আহবান জানান। মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতীয় দিবস গুলো উদযাপন করে বাংলাদেশকে তুলে ধরার পরামর্শ দেন তিনি।
অধ্যাপক মামুন ইবনে রিয়াজ বলেন, ‘ শিক্ষার্থীদের প্রথম কাজ পড়ালেখা। যা-ই করো, পড়ালেখা যেন সঠিক পথে থাকে। এরপর স্যোশাল ওয়ার্ক ও সোশাল নেটওয়ার্কের দরকার আছে। ” তিনি বলেন, শিক্ষার্থীদের দায়িত্ববোধ, প্রতিশ্রুতিবদ্ধ ও সময়ানুবর্তিতা এই তিন জিনিস নিজের মধ্য থাকলে শিক্ষার্থীরা সফল হবেই।”
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ উল্লাহ, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রাজু বিশ্বাস,সহ সভাপতি সাহকাইনুর রহমান রানা, এন্থনি ক্লিনটন গোমেজ, , যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল বিন মাহাবুব, ফারজানা রূম্পা, মিজানুর নাঈম, মো. জান্নাতুল নাঈম, কোষাধ্যক্ষ আবিদুল হক, ক্রীড়া সম্পাদক আলামিন সরকার, সহ-ক্রীড়া সম্পাদক ইয়াসিন আরাফাত, সহ-ক্রীড়া সম্পাদক মাহমুদ রাফি, কার্যনির্বাহী সদস্য শেখ মেহজাবিন, নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান প্রমুখ।