অঞ্জন কুমরা দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: ১২ এপ্রিল ২০১৯ অনুষ্ঠিত হয় মধ্যপ্রচ্যের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ওমানে অবস্থিত বাংলাদেশ স্কুল মাস্কাট এর পরিচালনা পর্ষদের নির্বাচন ২০১৯ । সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে স্কুল প্রঙ্গণে এ ভোট গ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে সৌহার্দ্য ও সম্প্রীতিতে ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে এ নির্বাচন অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। এতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৫ জন বিজয়ী হয়।
বিজয়ীরা হলেন ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী, ড. শেখর মাহমুদ, মিসেস শাহেদা বেগম সোমা, মোহাম্মদ শাহাবুদ্দিন ও মোহাম্মদ আবদুল লতিফ। নির্বাচন পরিচালনা করেন ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা ও বর্তমান পরিচালনা পর্ষদ।
প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের পড়ালেখার মানউন্নয়ন, স্কুলের পরিবেশ পরিবর্তন ও যথার্থ শিক্ষালাভ করে দেশব্যাপী এবং বিশ্বব্যাপী স্কুলের ভাবমূর্তি উন্নয়ন হয় সেদিকে নতুন পরিচালনা পর্ষদের কাছে বিশেষ অনুরোধ জানায় অভিভাবকরা। পরিশেষে স্কুলের সার্বিক সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে এই প্রত্যাশা সকলের।