অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: বাংলাদেশ স্কুল মাস্কাট এর উদ্যোগে ৪৮তম মহান বিজয় দিবস উদযাপন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐদিন বিজয় দিবস উদযাপন করার জন্য সমগ্র ওমান প্রবাসী একত্রিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানস্থ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার এর সম্মানিত রাষ্ট্রদূত জনাব মোহাম্মেদ গোলাম সরোওয়ার। এছাড়া সালতানাত ওমানে বিভিন্ন সরকারী অফিসে কর্মরত বাংলাদেশি কমিউনিটির অনেক বিশিষ্টজন উক্ত অনুষ্ঠান উপভোগ করেন।
শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে একাডেমি পদক এবং সনদ প্রদান করেন। এই ঝাকজমকপূর্ণ এবং উৎসবমূখর পরিবেশে সম্মানিত রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সরোওয়ার, মাননীয় সুলতান বিন কাবুজের প্রতি সম্মান প্রদর্শন এবং তাঁর সুস্বাস্থ কামনা করেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও শ্রদ্ধার সাথে গভীরভাবে স্বরণ করেন। তিনি মুক্তিযুদ্ধোর সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা বেঁচে আছেন তাদের মঙ্গল কামনা করেন।
তিনি বলেন, সুলতান বিন কাবুজ আমাদের ওমানের মাটিতে পাঁচটি স্কুল প্রতিষ্ঠা সাহায্য সহযোগীতা করেছে এবং করে যাচ্ছে এবং আমাদের দেশের প্রতি উদারতা ও সমর্থনের জন্য আমি উনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা মহান আল্লাহতালার কাছে তার সু স্বাস্থ এবং মঙ্গল কামনা করছি।
বাংলাদেশ স্কুলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুল আলম, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত সকল গন্যমান্য ব্যক্তিবর্গকে তিনি ধন্যবাদ জানান। ভাষণপ্রদান কালে তিনি স্কুলের সকল স্টেকহোল্ডাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অধ্যক্ষ ফারজানা করিম- স্বাধীনতা যুদ্ধের শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
বক্তৃতা শেষে বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় আমাদের সমৃদ্ধ সাংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরলো হাজার হাজার দর্শকের মাঝে। দেশাত্ববোধক/সংগ্রামী গান, লোকজ নৃত্য, নাটিকা ও ফ্যাশন শো এই আনন্দময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে। উৎফুল্ল জনতা এমন সুন্দর অনুষ্ঠানের জন্য স্কুলকে অনেক প্রশংসিত করেছে।