প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনা নিয়ে এবার পর্দায় আসছে তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হেইস্ট’। ইউনিভার্সাল পিকচার্স স্টুডিও’র পরিবেশক প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের ব্যানারে আসতে যাওয়া এ তথ্যচিত্রটি পরিচালনা করছেন ব্রিটিশ নির্মাতা ড্যানিয়েল গর্ডন।
দ্যা ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিলিয়ন ডলার হেইস্ট’ নামের তথ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে ২০১৬ সালে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আদ্যোপান্ত।
কীভাবে একদল হ্যাকার বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়; তা-ই দেখানো হয়েছে এই তথ্যচিত্রে। পাশাপাশি কীভাবে আরও বিপুল অর্থ হাতিয়ে নেয়ার সুযোগ তাদের হাতছাড়া হয়ে যায়- সে বিষয়টিও তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে ভার্জ। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং লেখক মিশা গ্লেনির সাক্ষাৎকারের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে ‘বিলিয়ন ডলার হেইস্ট’। এই তথ্যচিত্র কেবলই একটি আলোচিত ঘটনার চলচ্চিত্র রূপ নয়; এতে, সেই ঘটনা বিশ্বব্যাপী যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল তাতে বৈশ্বিক আন্তঃব্যাংক ব্যবস্থার ঝুঁকির বাস্তবতা দৃশ্যমান হয়েছে।
এছাড়া হ্যাকাররা কীভাবে সুইফট সিস্টেম ব্যবহার করতে সক্ষম হয়েছিল, তা-ও দেখানো হয়েছে তথ্যচিত্রটিতে। মূলত সুইফট সিস্টেমকে ব্যবহার করেই হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার সরায়। শেষ পর্যন্ত ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নিতে সক্ষম হয় তারা।
আগামী ১৫ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রদর্শনের জন্য স্বত্ব কেনা যাবে ‘বিলিয়ন ডলার হেইস্ট’-এর।