ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া জেলার খোকসা থানার কৃতি সন্তান মো: সিরাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেলেন। এর আগে তিনি ব্যাংকটির অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টে উপ মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সিরাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকে ১৯৯৬ সালে ব্যাংক পরিদর্শন বিভাগে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে পেয়েছেন চারটি পদোন্নতি। এর আগে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে মানবসম্পদ বিভাগ, এ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্টে অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন। পদোন্নতি পেয়ে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এক ফেসবুক বার্তায় তিনি বলেন, মহান আল্লাহর রহমতে এবং আমার প্রিয় মানুষদের দোয়া ও ভালবাসায় আমি বাংলাদেশ ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছি। কর্মজীবনের দীর্ঘ ২৩ বছর পর আজকের এ অর্জনের জন্য আমার পিতা-মাতা, স্ত্রী-সন্তান, আত্মীয়- স্বজন, বন্ধু-বান্ধব, অফিসের সহকর্মী, উর্ধ্বতন কর্মকর্তাগন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, সিরাজুল ইসলাম কর্মস্থলের বাইরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা সমিতির অর্থসচিব ও ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার আজইল গ্রামে।