প্রেস বিজ্ঞপ্তি: চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে লেখা কবিতা এবং বিপ্লবের অগ্রদূত কাজী নজরুল ইসলামের রচনাকে কেন্দ্র করে আয়োজিত হচ্ছে যুগল আবৃত্তি সন্ধ্যা। বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের এই বিশেষ আয়োজনে আবৃত্তি করবেন নাসিম আহমেদ ও শায়লা আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।
এই আবৃত্তি সন্ধ্যা আগামী ৪ জানুয়ারি ২০২৫, শনিবার বিকেল ৫টায়, ঢাকা শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের আহ্বান জানিয়ে অনুষ্ঠান সম্পাদক সৈয়দ আল জাবের বলেছেন, “ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চির জাগরুক থাকুক।”
সকল সংস্কৃতি প্রেমীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।