রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডানের ইরবিদের আল-হাসান ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এ বিপুল সংখ্যক বাংলাদেশী অভিবাসী কর্মী, বাংলাদেশী কমিউনিটির সদস্যবৃন্দ এবং তৈরি পোষাক শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে সন্ধ্যার অনুষ্ঠান শুরু হয়। মান্যবর রাষ্ট্রদূত নাহিদা সোবহান অতিথিদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটির তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মান্যবর রাষ্ট্রদূত, বাংলাদেশী কমিউনিটির সদস্যবৃন্দ এবং বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের প্রতিনিধি অংশ গ্রহণ করেন। বিভিন্ন পোশাক কারখানার বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের পরিবেশিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের বিমোহিত করে।
রাষ্ট্রদূত নাহিদা সোবহান তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা ও বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত মা বোনদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা না থাকলে বাংলাদেশের পরিণতি গাজা বা ফিলিস্তিনের মতো হতে পারতো বলে তিনি উল্লেখ করেন।
এর আগে রাষ্ট্রদূত নাহিদা সোবহান কর্তৃক দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকালের অনুষ্ঠান শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যগণ এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকালের অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।