শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: ২৫ মার্চ ২০১৯ গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়।কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্র দূত এস এম আবুল কালাম এর সভাপতিত্বে এবং কাউন্সিলর( রাজঃ) ও দূতালয় প্রধান মোঃ আনিসুজ্জামান এর সন্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামরিক অ্যাটাশে বিগ্রেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, বিএমসি কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আবুল মনসুর মোঃ আশরাফ খান, কাউন্সিলর জহিরুল ইসলাম খান,বিমানের কান্ট্রি ম্যানেজার হাফিজুল ইসলাম, সোনালী ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন মজুমদার।
এছাড়াও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগণ, কমিউনিটির বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ব্যক্তিবর্গ সে সময় উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তেলোয়াতের পর আলোচনা পর্বে জাতির পিতাকে স্বরন সহ ২৫ মার্চের কালো রাত্রে যারা শহীদ হয়েছিলেন তারা সহ সকল শহীদদের প্রতি এক মিনিট দাড়িয়ে সম্মান জানান। এরপর বাংলাদেশ থেকে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রীর বাণী সমূহ পাঠ করে শুনান দূতাবাস এর কর্মকর্তাগন। রাষ্ট্রদূত সহ আগত অতিথিরা তাদের বক্তব্যে একাত্তরের ২৫ শে মার্চের পাকিস্তানী বর্বরতা’র সেই ভয়াবহ হত্যাকান্ডের বর্ননা তুলে ধরেন। সবশেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় সভাটি