রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস আম্মান দুইদিন ব্যাপী কর্মসূচীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করেছে। দিবসটি পালন উপলক্ষ্যে ১৬ মার্চ শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এই বিষয়কে উপজীব্য করে বঙ্গবন্ধু ও বাংলাদেশের নিবিড় সম্পর্ককে রংতুলির মাধ্যমে প্রকাশ করেছে। প্রতিযোগিতায় প্রবাসী বাংলাদেশী শিশু এবং স্থানীয় জর্ডানিয়ান শিশুরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে রাষ্ট্রদূত নাহিদা সোবহান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। তিনি শিশুদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কেক কাটেন। এরপর শিশু-কিশোর ও প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
১৭ মার্চ দিবসের শুরুতে রাষ্ট্রদূত নাহিদা সোবহান জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও তরজমা এবং সেই সাথে মোনাজাত করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ শেষে উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন। মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে বাংলাদেশের ইতিহাস ও বাংলাদেশের আত্মপরিচয় ওতপ্রোতভাবে জড়িত। তিনি বঙ্গবন্ধুর মত করে দেশকে ভালোবাসার ব্রত নিয়ে সকলকে দেশের সেবায় যার যার জায়গা থেকে এগিয়ে আসার আহবান জানান।