শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: ২০ মে কুয়েতের খাইতান অঞ্চলের রাজধানী প্যালেশ হোটেলে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সোসাইটি বাদেশিকের উদ্যোগে রোজাদারদের সম্মানে এক আলোচনা ও ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল হাসান।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মুশফিকুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর লক্ষীপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী কাজী শহিদ ইসলাম পাপুল।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক আতাউল গনি মামুন, সংগঠনের উপদেষ্টা মোঃ জিন্নাহ খান, মো নুরুল ইসলাম, মিরন মিয়া, ইসহাক মিয়া, মোঃ শাহজাহান সহ আরো অনেকে।
প্রধান অতিথি পাপুল বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশিরা আরো শক্তিশালী হয়ে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখতে কাজ করার পাশাপাশি সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে তবেই বিশ্বে আমরা আরো প্রশংসিত হওয়া সম্ভব।
এরপর মাহে রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস কুয়েত এর কর্মকর্তাগণ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন।
শেষে মাওলানা আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় সকল মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাত শেষে ইফতারের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।