লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস উপলক্ষে শনিবার ২৩ ফেব্রুয়ারী পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি কমিউনিটি হলে ‘বাংলাদেশ জার্নলিস্ট এসোসিয়েশন ইউকে’র এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সিলেট অন লাইন প্রেস ক্লাব’র সভাপতি কবি মোহিত চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিভিক মেয়র ও কাউন্সিলার গোলাম মর্তুজাা।
সভায় অন্যান্য অতিথিদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক এম এ মান্নান, সংগঠনের উপদেষ্টা ইফতেখার হোসেন চৌধুরী, ডঃ এস এম আবু মোস্তফা, সংগঠনের সহসভাপতি সাংবাদিক বদরুজ্জামান বাবুল, আলহাজ কলা মিয়া, সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাজী ফারুক মিয়া, প্রশিক্ষণ সম্পাদক সাংবাদিক আফসার উদ্দিন, প্রকাশ ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সৈয়দ জহুরুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক মীর আব্দুর রহমান,সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দা ইশরাত নাসিম কুইন।
সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জয়নাল আবদীন, স্কুল গবর্ণর মিসেস ঝর্ণা চৌধুরী,শিক্ষক আশরাফ চৌধুরী, হাকিম গৌছ আলী খান, মানবাধিকার কর্মী জাকের চৌধুরী, কমিউনিটি সংগঠক শাহ চেরাগ আলী, বাউল শিল্পী শাহ দেলাবর আলী, সংবাদ পাঠক মীর আব্দুর রহমান ও কবি শিহাবুজ্জামান কামাল।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আব্দুল মোহিত চৌধুরী বলেন, হিন্দি ভাষার সাংস্কৃতিক আগাসন বাংলা ভাষার প্রচার ও প্রসারে বাধার সৃষ্টি করছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও একুশের চেতনা নিয়ে বাংলা ভাষার উন্নয়ন ও দেশে-বিদেশে নতুন প্রজন্মের কাছে তা পৌছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি বৃটেনে বাংলা ভাষার প্রচারে প্রবাসী বাংলাদেশীদের অবদানের ভুয়শি প্রশংসা করেন।
সাবেক মেয়র গোলাম মর্তুজা বলেন, ব্রিটেনের মেইন ষ্ট্রীম স্কুল গুলোতে বাংলা শিক্ষার প্রচলন করতে হবে। সত্তর ও আশির দশকে কমিউনিটিতে বাংলা শিখানোর যে প্রক্রিয়া শুরু হয়েছিল তার ধারাবাহিকতা রাখতে হবে।
সভার সভাপতি কে এম আবূতাহের চৌধুরী বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্য চাপ প্রয়োগের আহবান জানান।