লন্ডন, যুক্তরাজ্য থেকে: ২০ জানুয়ারি রোববার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ উডহ্যাম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারী বদরুজ্জামান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের দ্বি-বার্ষিক কার্যক্রমের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক বদরুজ্জামান বাবুল এবং উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পর্যালোচনা শেষে অনুমোদিত হয়। এর পর সংগঠণের আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার সাংবাদিক, লেখক, গীতিকার, কবি শিহাবুজ্জামান কামাল। সংগঠনের আর্থিক রিপোর্ট এজিএমে অনুমোদিত হয়।
সাধারন সভায় সকলের আলোচনা, পর্যালোচনা শেষে আগামী ২ বছরের জন্য সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভায় নির্বাচন পরিচালনা করেন যৌথভাবে সাংবাদিক তৌহিদ আহমদ এবং লেখক, ইসলামি চিন্তাবিদ ও টিভি ব্যক্তিত্ব ইমাম মাওলানা আবদুল মালিক চৌধুরী ।
সাধারণ সভায় সকলের মতামতের ভিত্তিতে যারা নতুন কার্ককরী কমিটি নির্বাচিত হয়েছেন তারা হলেন, সভাপতি: কে এম আবু তাহের চৌধুরী, সহ-সভাপতি: রায়হান আহমেদ তপাদার, বদরুজ্জামান বাবুল, অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী
সাধারণ সম্পাদক: সৈয়দ শাহ সেলিম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক: শিহাবুজ্জামান কামাল।
অর্থ-সম্পাদক: খান জামাল নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: আলহাজ্ব ফারুক মিয়া, প্রকাশনা ও প্রচার সম্পাদক: সৈয়দ জহুরুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক: মীর আবদুর রহমান, আইটি এন্ড অফিস সম্পাদক: আব্দুল বাসিত বাদশা, ক্রীড়া সম্পাদক: আহসানুল ওয়াদুদ দীপু, আন্তর্জাতিক সম্পাদক: আমিনুল এহসান তানিম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন, সমাজসেবা ও সংস্কৃতি সম্পাদক: সৈয়দা নাসিম কুইন।
কার্যকরি কমিটির সদস্য বৃন্দঃ শামসুল আলম লিটন, এনাম চৌধুরী, সৈয়দ মাহবুব আলম, আকবর হোসেন খান, মাওলানা রফিক আহমদ, হাসনাত খান।
সভায় একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। তারা হলেন মুক্তিযোদ্ধা এম, এ, মান্নান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ইফতেখার হোসেইন চৌধুরী, শামীম চৌধুরী, তৌহিদ আহমদ।
সভায় বক্তারা বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। তারা দেশ বিদেশে মিডিয়ার স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে কাজ অব্যাহত রাখার আহবান জানান।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন বেলাল সহ সকলের জন্য দোয়া করা হয়। সভায় বাংলাদেশের প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় ও রুহের মাগফেরাত কামনা করা হয়। সভায় কোরআন করীম থেকে তেলাওয়াত করেন কবি সাহিত্যিক সাংবাদিক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী এবং মোনাজাত পরিচালনা করেন ইসলামি চিন্তাবিদ, লেখক, ইমাম মাওলানা আবদুল মালিক চৌধুরী।