শিহাবুজ্জামান কামাল, লন্ডন, যুক্তরাজ্য: আন্তর্জাতিক চিত্রশিল্পী ডঃ শহীদুল আলমকে রিমান্ডে নিয়ে নির্যাতন এবং দায়িত্ব পালন করতে সাংবাদিকদের উপর পুলিশ ও দুর্বৃত্তদের নির্যাতনের প্রতিবাদে ১১ আগস্ট শনিবার বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যাগে এক প্রতিবাদ সভা পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি হলে অনুষ্ঠিত হয়।
প্রবীণ সাংবাদিক ও অধুনালুপ্ত সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক আলী আহসানের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ হক, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, সাংবাদিক শিহাবুজ্জামান কামাল, সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম, সাংবাদিক আফসর উদ্দিন, সাংবাদিক ও মুক্তি্যোদ্ধা মোহাম্মদ মোস্তফা, সাংবাদিক আমিমুল এহসান তানিম, সাংবাদিক ফজলুল হক, কমিউনিটি নেতা নসরুল্লাহ খান জুনায়েদ, আমির উদ্দিন মাস্টার, আলহাজ নুর বখস, হাজী কলা মিয়া, হাজী ফারুক মিয়া, মোঃ শফিক খান প্রমুখ।
সভায় বক্তারা ডঃ শহীদুল আলমকে গ্রেফতার ও রিমান্ডে নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে তাঁর মুক্তি দাবী করা হয়। এছাড়া বাংলাদেশে ছাত্রদের নিরাপদ সড়ক চাই আন্দোলন চলাকালীন সময়ে কর্তব্যরত সাংবাদিকদের ক্যামেরা ভাংচুর ও আক্রমণের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
সভায় বক্তারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মিডিয়ার স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা সাম্প্রতিক সময়ে সাংবাদিক মাহমুদুর রহমানকে আদালত চত্তরে আক্রমণ করে রক্তাক্ত ও আহত করায় জোর প্রতিবাদ করেন।
বক্তারা সাংবাদিক দম্পতি সাগর-রুনীর হত্যাকান্ডের কোন পূর্ণ তদন্ত না হওয়ায় হতাশা প্রকাশ করে দেশে আইনের শাসন নিশ্চিত করার আহবান জানান। সভায় গৃহীত প্রস্তাবে বাংলাদেশে নিরাপদ সড়কের পরিবেশ সৃষ্টি, সড়কে সন্ত্রাস বন্ধ ও শিক্ষার্থীদের গ্রেফতার এর নিন্দা জানান।