শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েতের পরিচালনায় হয়ে গেল ঈদ পুনমিলনি টি-১০ কিং কাপ ২০২১। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বি-বাড়িয়া একাদশকে ৭ রানে হারিয়ে বিজয়ী হয়েছে জাহারা স্পোর্টিং ক্লাব। জাহাংগীর খান পলাশের সভাপতিত্বে ও মো: মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় টি-১০ কিং কাপ ২০২১ ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। বি-বাড়িয়া একাদশ, কুয়েত টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। অপর দিকে জাহারা স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটের বিনিময় ১০৯ রান সংগ্রহ করেন। জবাবে বি-বাড়ীয়া একাদশ ৫ উইকেট হারিয়ে ১০ ওভারে ১০২ করেন। ফলে জাহারা স্পোর্টিং ক্লাব ৭ রানের ব্যবধানে জয়ের বন্দরে পৌছে যান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান মাহফুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঈন উদ্দিন মঈন, মো: শওকত আলী, কিং নাজিম উদ্দিন, শেখ মনির আহমেদ, আকাশ আহমেদ মিলন, ওমর ফারুক, হাসানজামান, আনোয়ার, ফয়েজ, আব্দুলা আল মামুন, ইসমাইল, আনোয়ার কালাম সহ এসোসিয়েশনের সকল কর্মকতাবৃন্দ।
উপস্থিত অতিথিরা চ্যাম্পিয়ন জাহারা স্পোর্টিং ক্লাব ও রানার্স আপ বি-বাড়ীয়া একাদশ বিজয়ী খেলোয়াড়দের মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি ও ম্যাডেল বিতরণ করেন। খেলায় হারজিত, জয় পরাজয় থাকবেই। উভয় দলই তাদের নিজস্ব ক্রীড়াশৈলী, নৈপুণ্য দিয়েই চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়েছেন পুরকার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা একথা বলেন।